সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় ১২০টি টিয়ারসেল ও ৩০টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ।

গত বুধবার দিবাগত  রাতে পুলিশ উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দী কবরস্থান এলাকা থেকে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য জানিয়েছেন। 

উল্লেখ্য: গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ওই দিনই দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ করে সবকিছু পুড়িয়ে দিয়ে থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র, গোলাবারুদ, সাউন্ড গ্রেনেড ও অন্য মালামাল লুট করে নিয়ে যায়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য জানিয়ে বলেন, বাকি অস্ত্র, গোলাবারুদ ও অন্য লুণ্ঠিত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

এ ব্যাপারে অজ্ঞাত ৫/৭ হাজার জন লোকের বিরুদ্ধে মামলা করা হলেও এখন পর্যন্ত ওই মামলায় কাউক আটক করতে পারেনি পুলিশ।

টিএইচ